প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কণ্ঠশিল্পী ইমরান।

ইমরান মাহমুদুল
জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল প্রথমবারের মতো পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ সম্পর্কে নিজের ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে তিনি তার অনুভূতি শেয়ার করে বলেন , আলহামদুলিল্লাহ “তুই কি আমার হবিরে” গানটির জন্ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর” শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী এবং শ্রেষ্ঠ সুরকার “হিসেবে আজ পুরস্কারটি গ্রহণ করলাম। জীবনের সবচেয়ে স্মরনীয় দিন হয়ে থাকবে এই দিনটি ।প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাও একসাথে দুটি ।সত্যি অনেক সৌভাগ্যবান আমি । সবই আপনাদের কৃতিত্ব -ভালোবাসা , আমার মা-বাবা ,পরিবার ও বন্ধু-বান্ধবদের দোয়া এবং মহান আল্লাহ তায়ালার রহমত।
উল্লেখ্য চ্যানেল আই সেরা কন্ঠের মাধ্যমে অভিষেক ঘটে ইমরানের। ইমরান মাহমুদুল এর আগেও ২০১৬ সালে দিল দিল দিল গানটির জন্য মেরিল প্রথম আলো সেরা কন্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছিলেন।