চলে গেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জী।

মারা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। গতকাল বুধবার এক রিয়েলিটি শোতে অংশ নিলে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৫৮ বছর। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার ও টলিপাড়ায়। ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়।তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পথ ভোলা । একটা সময় নিয়মিত সিনেমায় কাজ করতেন অভিষেকে। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সাথে বহুৎ সিনেমাই একসাথে কাজ করেছেন তারা। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে মায়ার বাঁধন, জয় বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখি। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে বহু বিতর্কে জড়িয়ে পড়ে অভিনয় থেকে দূরে সরে যান। দীর্ঘ বিরতি নিয়ে আবারো ফেরেন কাজে। সম্প্রতি আবারও ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। ফিরে এসে নতুন করে মন কেড়েছিলেন ছিলেন দর্শকদের । এবার সবকিছু ফেলে পাড়ি দিলেন না ফেরার দেশে।